ঢাকাFriday , 8 November 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

    Link Copied!

    লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। এ ঘটনার পর এলাকায় সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই হত্যকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    বাজারের ব্যবসায়ীরা জানায়, হিরালাল দেবনাথের কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ছেলে প্রীতম দেবনাথকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে সামনের দিকে যায় হিরালালের ছেলে। এসময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হিরালালকে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকার শুনে ছেলে প্রীতম এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হিরালালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, হিরালাল দেবনাথ প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। তার বুকে দুটি ছুরিকাঘাত রয়েছে।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘পারিবারিক না ব্যবসায়ীক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে বিষয় নিয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 711

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…