জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ক্রয় করতে পারে। এ লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে শহরের পুরাতন আদালত রোড ইউর ব্যাটম্যান এর উদ্যোগে সুলভ মূল্যে সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা প্রশাসক বলেন, আজকে ছাত্রদের এমন আয়োজন প্রশংসনীয়। এমন কর্মসূচি শুধু সদরে নয়, পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে। যাতে কোন সংকট তৈরি না হয়। জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে।
ইউর ব্যাটম্যানের নির্বাহী পরিচালক আরাফাত হোসাইন শান্ত বলেন, চব্বিশের স্বাধীনতা আমাদের শিখিয়েছে কারো কাছে জিম্মি থাকা যাবেনা। তাই বাজারে যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আছে সেটি ভাঙার জন্যই ইউর ব্যাটম্যানের এই উদ্যোগ। আপনারা জেনেছেন ইতিমধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বিভিন্ন জেলায় কার্যক্রম চলেছে। এর মধ্যে রেস্কিউ, ভারি-শুকনো খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শুকনো কাপড় বিতরণ ইত্যাদি। আমরা চাই যেকোনো সঙ্কটে সরকার বা উপরস্থ মহলের দিকে না তাকিয়ে নিজ নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে।
জানা যায়, ইউর ব্যাটম্যানের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগিতা প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে বিক্রি করছে ছাত্ররা। যাতে পাওয়া যাচ্ছে লাউ, মিস্টি কুমড়া, টমেটো, মরিচ, মুলা, বেগুন, পেঁপে, লালশাক, শসা, শসিন্দা, লতি, করলা, পুঁইশাকসহ অন্যান্য সবজি। যাতে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সবজি কিনতে পেরে ক্রেতারা। নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা ক্রেতাদের।
ক্রেতারা বলেন, বাজারে যে লাউ ৮০-১০০টাকায় বিক্রি হয় সেটা এ সুলভ মূল্যের দোকানে ৪০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও কম দামে পাওয়া যাচ্ছে। ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এটি যেন চলমান থাকে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, বাইজিদ হোসাইন, ইব্রাহিম খলিল, বেলায়েত হোসাইনসহ ছাত্র ও স্বেচ্ছাসেবীবৃন্দ।