ঢাকাTuesday , 22 October 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • আহত পথশিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান

    Link Copied!

    জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারাও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে  স্লোগান দিয়েছে। সে সময় গুলিতে পথশিশুদের অনেকে আহত হয়েছে। তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

    শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টির মতো আহত কয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    এ সময় আহত পথশিশুদের চিকিৎসা এবং তাদের নিয়মিত খোঁজখবর রাখার জন্য শিশু সুমনকে একটি মোবাইল ফোন দেওয়া হয়।

    উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

    এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বেসরকারি বিশ^বিদ্যালয়ের ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান, ছাত্রনেতা রুবেল প্রমুখ।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 736

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…