লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদ কাউসার হোসেন বিজয় স্মরণে রবিবার ১২;৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান,পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ফিরোজ আলম, ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হারুনর রশীদ নিজামী, লক্ষ্মীপুর শহর শিবিরের অফিস সম্পাদক, আব্দুল আওয়াল হামদু, লক্ষ্মীপুর সরকারি কলেজ শিবির সভাপতি সারোয়ার হোসেন, সেক্রেটারি আল-আমিন হোসেন, পৌর সভাপতি রাজীব হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্র সমন্বয়ক, বেলায়েত, বেল্লাল হোসেন, পিংকি পাটওয়ারী, রায়হান, কামরুল সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা।
এসময় কলেজ লাইব্রেরি ও যেকোনো একটি ভবনকে শহিদ কাউসার হোসেন বিজয় নামে নামকরণের আহবান জানান শিবির নেতারা।
এছাড়াও ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার ও অপরাজনীতি দূরীকরণ করে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত করার আহবান জানান শিবির নেতারা।