ঢাকাWednesday , 16 October 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • এইচএসসিতে জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ আফনানের মায়ের চোখে ঝরছে পানি

    Link Copied!

    এইচএসসিতে জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাদ আল আফনান পাটওয়ারী। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে আফনানের মা নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তবে এ আনন্দের দিনে আফনানের শূন্যতা অনুভব করছেন তার মা-বোন ও শিক্ষকরা। আফনানের ফলাফলে খুশির বদলে তাদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে বলে জানান তারা।

    আফনান লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের বাস টার্মিনাল এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে।

    কান্নাজড়িত কণ্ঠে আফনানের মা নাছিমা আক্তার বলেন, আফনানের ভালো ফলাফল আমার কাছে খুশির খবর। কিন্তু যাকে নিয়ে আমি আনন্দ উদযাপন করব, সে তো আর আমার কাছে নেই। গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে খুনিরা। আমার কোল খালি করে দিয়েছে তারা।

    বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন বলেন, শহীদ আফনান জিপিএ ৪.১৭ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। এতে প্রমাণ হয়েছে, প্রকৃত মেধাবীরাই এ আন্দোলন করেছেন। আরেক সমন্বয়ক এনামুল হক বলেন, আফনান লক্ষ্মীপুরের প্রথম শহীদ। তিনি এইচএসসিসহ ছাত্রজীবনে সব পরীক্ষায় সফলতার সঙ্গে কৃতকার্য হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার মতো পরকালেও তাকে সফলতা লাভের তৌফিক দান করেন।

    লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আফনান ভালো ফলাফল করেছে। এটি আনন্দের। কিন্তু সে তো আমাদের মাঝে নেই। তার ফলাফল শুনে আনন্দিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়েছে।।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আফনান। পরে ১৪ আগস্ট আফনানের মা নাছিমা আক্তার বাদী হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুকে প্রধান করে হত্যা মামলা করেন। মামলায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।
    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 773

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০