গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

বাসসে নিয়োগ পেলেন সাংবাদিক আব্বাছ হোসেন

নিউজ ডেস্কঃ
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্বাছ হোসেন। ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নিয়োগ পাওয়া সাংবাদিক আব্বাছ হোসেন। এদিকে বাসসে এই নিয়োগ পাওয়ায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। এছাড়া তিনি ইংরেজী দৈনিক নিউজ টুডে, নিউ এইজ, রেডিও টুডেও কাজ করছেন। এর আগে দৈনিক মানবজমিন, অর্থনীতির কাগজসহ জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সুনামের সহিত লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে সাংবাদিক আব্বাছ হোসেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একাধিক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন এই সাংবাদিক। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল,ক্লিনিক ও ডায়াগনষ্ট্রিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক আব্বাছ হোসেন জানান, দীর্ঘ ২০ ধরে জেলায় সুনামের সহিত সাংবাদিকতায় পেশায় জড়িত রয়েছি। কখনও অন্যায়ের সাথে আপস করিনি। সব সময় চেষ্টা করছি সত্যকে,সত্য বলা। বস্তু-নিষ্ট সংবাদ পরিবেশন করা। সব সময় দূনীর্তি ও সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে সো”্চার ছিলাম। সামনের দিনগুলোতে তা অব্যাহত থাকবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসে) লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছি। যেন সুৃনামের সহিত কাজ করতে পারি। আগে যেভাবে সবাই সহযোগিতা করছেন,সামনেও সবার সহযোগিতা কামনা করছি।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…