ঢাকাWednesday , 25 September 2024

লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Link Copied!

লক্ষ্মীপুরে রামগতিতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রামগতি-বিবিরহাট সড়কের বিবিরহাট এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামগতি উপজেলার পূর্বচর রমিজ এলাকার আবদুর রবের ছেলে সাইফুদ্দিন আহমেদ (৩০) ও একই এলাকার বাসিন্দা আবুল কালাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় রামগতি থেকে বিবিরহাটের দিকে যাচ্ছিলেন সাইফুদ্দিন আহমেদসহ অন্যরা। ওই সড়কের বিবিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুদ্দিন আহমেদ। এসময় আবুল কালাম ও শহীদ উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল কালাম। অপর আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শহীদ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 648

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…