লক্ষ্মীপুর জেলা বেসরকারি স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতালের মালিকদের নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভাটি হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর।
সংগঠনটির সভাপতি মেহেরুল হাসান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাছ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি নাজমুল হাসান পাটওয়ারী , যুগ্ম সাধারণ সম্পাদক আর ফারুক, কোষাধক্ষ্য নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মামুন হোসেন, দপ্তর সম্পাদক মাহফুজ হোসেন, ক্রিড়া সম্পাদক রহমত উল্লাহ, কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন, তারেক মোল্লা, মিজান হোসেন ও আমির হোসেন।
এসময় বক্তব্য রাখেন ডা. রাকিবুল আহসান, ডা. জাকির হোসেন, ডা. সালমা চৌধুরী, জহিরুল ইসলাম, সৈয়দ রাশিদুল হাসান লিংকন, সাংবাদিক রফিকুল ইসলাম,মিজানুর রহমান পলাশ , আমজাদ হোসেন মিস্টার, একে আজাদ , আমির হোসেন ও মো. হাসানসহ বিভিন্ন হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্হাপনা পরিচালকসহ মালিকগণ।
মতবিনিময় সভায় জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর বলেন, লক্ষ্মীপুরে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে। এই কৃতিত্ব মালিকগণ ও বেসরকারি হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক এন্ড ওনার্স এসোসিয়েশন’র জেলা নেতৃবৃন্দের। তবে এখনো কিছু প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল অনুমতিপত্র ছাড়া চিকিৎসা কার্যক্রম করছেন। আপনারা দ্রুত সংশোধন হয়ে যান। না হয় আমরা যেকোন সময় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, চিকিৎসা সেবার মান পূর্বের চেয়ে আরো উন্নত করতে হবে। যাতে এখানকার সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পায়। প্রতিটি সেবার মূল্য দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। অপারেশন ও অন্যান্য ফি উল্লেখ করতে হবে বলে জানান তিনি।