গত দুদিনের তীব্র তাপপ্রবাহের পর লক্ষ্মীপুর জেলাজুড়ে স্বস্তির বৃষ্টি হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সাথে বইছে ঝোড়ে হওয়া। শুক্রবার রাত ৯টার দিকে শুরু হয় এই বৃষ্টি।
শুক্রবার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবারের চেয়ে এক ডিগ্রি বেশি। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে দুই–একদিন বৃষ্টি ও ঝোড়ো হওয়া অব্যাহত থাকবে। এছাড়া সাগরে লুঘুচাপ সৃষ্টি হওয়ায় দমকা হওয়াসহ বৃষ্টি হচ্ছে।
রাজধানীসহ সারা দেশেই গত দুদিন ধরে বেশ গরম অনুভূত হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।