লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে সদরের মজুপুর এলাকায় ২টি পরিবারকে সহায়তা দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। প্রথম ধাপে জেলার পাঁচটি উপজেলায় ৩০টি পরিবারের মাঝে টিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।
এসময় সেনাবাহিনীর জানান, একটি পরিবারের মাঝে ৪ বান্ডেল করে মোট ১২০ বান্ডেল টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।
এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক ইসলাম রেজা, সার্জেন্ট হাবিব, সার্জেন্ট আলমগীর, কর্পোরাল জয়নাল প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।