বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা থাকলে বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পসহ সহায়তা পৌঁছাতো না। কারণ তাদের রক্ত ও রাজনীতির সাথে ছিল লুটপাট-দুর্নীতি। ওরা দুর্নীতি, অত্যাচার, ঘুম খুন করছে বলেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরা জনগণের দুশমন।
বৃহস্পতিবার বেলা ১২টায় চন্দ্রগঞ্জ থানায় কফিলউদ্দিন ডিগ্রি কলেজে বিএনপির আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্প উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, রাষ্ট্র পরিচালনায় গুণগুত পরিবর্তন আনতে হবে, রাজনীতিতেও গুনগত পরিবর্তন আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষের জন্য কাজ ও আওয়ামী খুনিদের বিচারের আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ আরও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।