ঢাকাSunday , 15 September 2024

লক্ষ্মীপুরকে সমৃদ্ধি রূপান্তরিত করতে প্রয়োজন ঐক্যবদ্ধ : ডিসি, রাজীব কুমার

Link Copied!

লক্ষ্মীপুর জেলাকে একটি সমৃদ্ধি জেলা রূপান্তরিত হিসেবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধা বলে মন্তব্যে করেছেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) রাজীব কুমার সরকার।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ডিসি মন্তব্য করা হয়।

নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, লক্ষ্মীপুরকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

লক্ষ্মী হচ্ছে সৌভাগ্যের পথিক। আমরা বলি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। এগুলো আমরা মঙ্গল অর্থে ব্যবহার করি। অর্থাৎ সৌভাগ্যের নগরবাসী, সমৃদ্ধি নগরবাসী। লক্ষ্মী সমৃদ্ধশালী, ঐশ্বর্য নগরী করতে চাই। এ দায়িত্ব ও পরিকল্পনা নিয়ে আমি এসেছি। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়ন করতে হলে (আপনাদের) সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা আমাকে সাহায্য করবে। স্বপ্ন বাস্তবায়নে যথেষ্ট সমর্থন দিবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সম্রাট খিঁশা,উপ-পরিচালক স্থানীয় সরকার মো. রফিকুল হক ও সদর উপজেলার নির্বাহী (ইউএনও) আরিফুর রহমান।

এসময় সিনিয়র বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, আ.হ.ম মোস্তাকুর রহমান, মহিউদ্দিন মুরাদ, রফিকুল ইসলাম, সেলিম উদ্দিন নিজামী, সাইফুল ইসলাম স্বপন, আব্বাস হোসেন, শহিদুল ইসলামসহ প্রমুখ।

শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 648

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…