লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘চৌরাস্তা ক্লাবের’ নব-গঠিত সভাপতি এস.এম আজাদ ও সাধারণ সম্পাদক মো. সোহেল আদনান।
একই কমিটির সিনিয়র সহসভাপতি জহিরুল হক বাবু, মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বায়েজিদ ভূঁইয়ার নাম উল্লেখ করে আংশিকভাবে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে জরুরী এক বৈঠককে সিদ্ধান্ত অনুযায়ী ‘চৌরাস্তা ক্লাব’ আংশিকভাবে গঠন করা হয়।
নবগঠিত কমিটির সংশ্লিষ্টরা জানান, চৌরাস্তা ক্লাবটি একটি ঐতিহ্যবাহী ক্লাব। একসময় খুব সুনাম ছিল জেলা ও জেলার বাহিরে। এ ক্লাবের খেলোয়াড়েরা অসাধারণ ফুটবল ও ক্রিকেট খেলতো। ফুটবল খেলায় তারা ছিল জেলার চ্যাম্পিয়ন দল। দিনদিন লক্ষ্মীপুর জেলা ক্রিড়া সংস্থার কার্যক্রম না থাকায় তাদের চৌরাস্তা ক্লাবটির কার্যক্রমও নিষ্ক্রিয় হয়ে যায়।
নতুনরূপে চৌরাস্তা ক্লাব তার হারানো ঐতিহ্যে ফিরবে। জেলার সকল খেলাধুলায় অংশগ্রহণ করবে। তরুণদের ঠিকানা হবে চৌরাস্তা ক্লাব।