গণঅধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশনার থেকে জাতীয় প্রতীক ট্রাক মার্কা নিবন্ধন পাওয়ায় লক্ষ্মীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুরে জেলা গণঅধিকার।
আজ (০৭ আগষ্ট) শনিবার বিকেলে লক্ষ্মীপুরে জেলা গণঅধিকার ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের উত্তর তেমুহনী শহীদ আফফান চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর ইলিশ চত্বরে এসে সমবেত হয়। এক পর্যায়ে আনন্দ মিছিল থেকে খন্ড খন্ড আকারে বিভিন্ন পিকআপ ও ট্রাকে করে সদর উপজেলার মান্দারী ও দালাল বাজার প্রদক্ষিণ করে পূনরায় শহীদ আফফান চত্বরে এসে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন, গণ অধিকারের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফ তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাধ হোসেন, জেলা আহ্বায়ক এডভোকেট নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন, সদস্য সচিব সার্জন সোলাইমান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, যুব অধিকারের জেলা সভাপতি মোঃ ওসমান আরিফ, সহ-সহ-সভাপতি সোহেল রানা, আলমগীর, সাধারণ সম্পাদক সার্জন সাইফুল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, ছাত্র অধিকারের জেলা সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা শাহেদ সারোয়ার, আরিফ হোসেন।