ঢাকাTuesday , 3 September 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ : এখনও দুর্ভোগ চরমে

    Link Copied!

    লক্ষ্মীপুরে ব্যবসা-প্রতিষ্ঠান ও ঘরবাড়ি থেকে পানি নামায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন অনেকে। তবে এখনও দুর্ভোগ চরমে রয়েছে। দীর্ঘদিন বাড়িঘরে পানি থাকায় নষ্ট হচ্ছে আসবাবপত্রসহ কাঁচাঘর-বাড়ি। তবে রাতে বৃষ্টি হওয়ায় আজ মঙ্গলবার পানি তেমন কমেনি।

    গত চারদিনে দুই থেকে আড়াই ফুট পানি কমেছে। পানি কমায় ১৯৮টি আশ্রয় কেন্দ্র থেকে বানবাসী বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন। তবে এখনও প্রায় ৩২ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। বন্যায় ক্ষতির শিকার হয়েছে প্রায় সাড়ে ৫ লাখের বেশি মানুষ।

    ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকতে হচ্ছে তাঁদের। ফলে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। পাশাপাশি কাচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এতে কি করে সামনের ঘরবাড়ি তৈরি করে ঘুরে দাঁড়াবেন, সে চিন্তায় আছেন তাঁরা।

    অন্যদিকে ব্যবসায়ীরা জানান, দোকানপাট থেকে কিছুটা পানি নামছে। এতে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তাঁরা। তবে কবে নাগাদ ব্যবসা চালু করতে পারবেন, সেটা এখনও নিশ্চিত নন তাঁরা। এবারের মতো এতো দুর্ভোগ এর আগে কখনও পড়েনি তাঁরা।
    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া বলন, ‘এখন পর্যন্ত ১৮ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতির শিকার হয়েছে প্রায় সাড়ে ৫ লাখের বেশি মানুষ। বন্যার কিছুটা উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন বাড়িতে ফিরছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এবারের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। বানবাসী মানুষের এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি।’

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 735

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…