ঢাকাThursday , 8 August 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ট্রাম্প হারলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আস্থা নেই বাইডেনের

    Link Copied!

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে কমলা হ্যারিসের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে তিনি ‘বিন্দুমাত্র আত্মবিশ্বাসী নন।’

    বুধবার (৭ আগস্ট) সিবিএস টিভি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বাইডেনের এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়।

    বাইডেন বলেছেন, পরাজয় স্বীকার না করার বিষয়ে প্রচারণার সময় ট্রাম্পের ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তিনি নিজে জুলাইয়ে হোয়াইট হাউসের দৌড় থেকে বাদ পড়েন এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

    বাইডেন ইউএস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি ট্রাম্প হেরে যান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ‘আমি মোটেও আত্মবিশ্বাসী নই’। সাক্ষাৎকারে তাকে যখন ২০২৫ সালের জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে কি-না জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি এই মন্তব্য করেন। তার এই সাক্ষাৎকার রোববার সম্প্রচার করা হবে।

    বাইডেন আরো বলেছেন, ‘তিনি যা বলেন তার মানে আমরা তাকে সিরিয়াসলি নিই না। তার মানে ‘যদি আমরা হেরে যাই তাহলে রক্তপাত হবে।’

    এই বছরের শুরুতে প্রচারণা চালানোর সময় বাইডেনসরাসরি এই অপ্রিয় সত্যটি তুলে ধরেন ২০২০ সালের নির্বাচনে বাইডেন তাকে পরাজিত করার পর ৬ জানুয়ারি ২০২১-এ ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিল। সূত্র: বাসস

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 715

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০