সৈরাচার শেখ হাসিনার পতনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা শহরের বিজয় চত্বর (ঝুমুর) এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়। পরে দক্ষিণ স্টেশন হয়ে শহীদ আফনান চত্বরে (উত্তর স্টেশন) গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন, বায়েজিদ হোসেন, ফরিদ হোসেন, সারোয়ার হোসেন, রেদোয়ান হোসেন রিম, বেলায়েত পাটোয়ারী, আফিয়া ইবনাথসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। এতে দেশের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। অথচ একটি মহল আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে। তারা সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাংচুর করেছে। ওইসকল দুবৃত্তরা সেই সৈরাচার হাসিনার ন্যায় অত্যাচার ও দখল উৎসবে মেতে উঠেছে। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
১৯৭১ এর পর কোটা সংস্কার আন্দোলনের দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে জয়ী হয়েছে এদেশের ছাত্র-জনতা। মূলত, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। সেজন্যই আমাদের আজকের আনন্দ মিছিল।
সমাবেশে ছাত্রনেতারা হুশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার পতনের পর বর্তমানে আপনারা যারা মানুষের উপর জুলুম করছেন। বিশ্ব দরবারে সৈরাচারমুক্ত বাংলাদেশকে কলঙ্কিত করছেন। তাদের কাউকে ছাড় দেবে না ছাত্র সমাজ। আপনারা সতর্ক হয়ে যান। না হয় আপনাদের বিরুদ্ধেও রাজপথে নামবে এদেশের ছাত্র-ছাত্রীরা।