ঢাকাWednesday , 7 August 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

    Link Copied!

    নতুন বাংলাদেশ বির্নিমানে প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছে। তার ধারাবাহিকভাবে সকাল থেকে টিপ-টিপ বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা লক্ষ্মীপুরের বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

    বুধবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, চকবাজার ও ঝুমুর ট্রাফিক চত্বর এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করের শিক্ষার্থীরা।

    দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতি করছে। ঠিক তখনি শিক্ষার্থীরা নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছে।

    সাধারণ পথচারীরা জানান, একটি সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের। সত্যিই আমরা মুগ্ধ। গতকাল দেখলাম তারা শহরের ধ্বংসস্তুপ পরিস্কার-পরিচ্ছন্ন করছে। আজ আবার তারা যানজট নিরসনের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তাদের হাতে ছোট লাঠি, মুখে বাঁশির সুর। মনে হচ্ছে আসল ট্রাফিক পুলিশের সদস্যেরা দায়িত্ব পালন করছে।

    কথা হলে কয়েকজন শিক্ষার্থী বলেন, এ দেশ সকলের। সবাই মিলেমিশে বসবাস করবো। কোন পরাশক্তি যেনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেদিকে আমরা ছাত্র সমাজ লক্ষ্য রাখছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো। এজন্য সকাল থেকে আমরা যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 711

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…