লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক লাইন সংযোগে গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা। কোন ধরণের নোটিশ কিংবা কোম্পানীর পক্ষ থেকে মাইকিং না করায় অনেকে রান্না করতে পারেনি। ফলে লোকজন হোটেল থেকেই খাবার এনে খেতে হচ্ছে। গত ২৪ ঘন্টার টানা কয়েক ঘন্টা গ্যাস না থাকার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে চুলাতে গ্যাস ধীরে ধীরে কমতে থাকে। সকাল ৯টার পরে আরো সংকট দেখা দেয়। এরপর সন্ধ্যায় পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আজ শুক্রবার বিকেলে ৩ টা পর্যন্ত গ্যাস সংকট চরমে দেখা দিয়েছে ।
জানা যায়, শুধু লক্ষ্মীপুরেই নয়! সারাদেশেই গ্যাস, বিদ্যুৎ সমস্যা চলছে। অপরদিকে তীব্র গ্যাস সরবরাহ সংকটে লক্ষ্মীপুরের বেশিরভাগ গ্যাসপাম্প বন্ধ। তাতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ৫ টাকার ভাড়া ২০ টাকায় আদায় করার খবর পাওয়া যাচ্ছে।
গ্যাস সংকটে ভোগান্তির শিকার হয়ে মুক্তা শারমিন নামের এক গৃহীনি বলেন, গতকাল সারাদিন রাতে গ্যাস ছিলো না আজকেও নেই। আজ শুক্রবার ভোর ৫ টায় গ্যাস এসে আবার ৬ টা থেকে বন্ধ।
শামসুন নাহার বলেন, উত্তর ষ্টেশনের আশেপাশেও গ্যাস নাই।রান্না করা সম্ভব হচ্ছে না।এগুলো তদারকি করার কেউ কি নাই!
মেহেদী হাসান রাসেল নামের একজন বলেন, মারাত্মক সমস্যায় আছি, বউ প্যারা দিচ্ছে সিলিন্ডার কিনে দিতে।
এবিষয়ে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কার্যালয় সূত্র বলছে, গ্যাস সরবরাহ লাইনে সমস্যা এবং মেরামত কাজ চলছে।