গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় আবুল কাশেম (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-ভোলা, বরিশাল মজুচৌধুরীর হাট সড়কের হাজিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক সদর উপজেলার শাকচরের মৃত বশির উল্যাহর সরদারের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে সদর থানার ওসি আনোয়ারের নেতৃত্বে পুলিশ বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে আবুল বাড়ি থেকে হাজিরহাট বাজারে এসেছিলেন। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এর দু’দিন আগে একই সড়কে ট্রাকচাপায় হোসনেয়ারা বেগম নামে একজন নিহত হয় এবং তার শিশু আশিক গুরুতর আহত হয়। গত এক মাসে বালুবাহী ডাম্প ট্রাকের দুর্ঘটনার শিকার হয়ে ৫ জন মারা যায়।

শীর্ষ সংবাদ নিউজঃ

শীর্ষ সংবাদ নিউজঃ

সর্বমোট নিউজ: 260

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।