ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময়, ভারতের সাথে ১০ চুক্তি বাতিল করার আহ্বায়ক জানান বক্তারা ।
জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও জেলা দফতর সম্পাদক মাওঃ আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডাঃ নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ রেদোয়ান হোসাইন প্রমুখ।