ঢাকাFriday , 28 June 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির মোটরসাইকেল শোডাউন : এলাকায় আতঙ্ক

    Link Copied!

    লক্ষ্মীপুরে আলোচিত শিশু লামিয়া হত্যা মামলার আসামি শাহজালাল মোল্লা ওরফে লেকু মোল্লা জামিনে এসে শতাধিক মোটরসাইকেল নিয়ে এলাকায় শোডাউন করেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

    বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে সদর উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের ঐতিহ্যবাহী করাতির হাট বাজার এলাকায় এ মোটরসাইকেল শোডাউন চোখে পড়ে।

    নিহত শিশু লামিয়া ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) ভোলার চরের (উদয়পুর গ্রামের) আল আমীনের মেয়ে।

    জামিনপ্রাপ্ত শাহজালাল মোল্লা লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নম্বর চর রমণী মোহন ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) উত্তর চর রমণীর গ্রামের রকমান মোল্লার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে শিশু লামিয়া হত্যা মামলার আসামি হিসেবে শাহজালাল মোল্লাকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ। দীর্ঘ দিন শাহজালাল কারাবন্দী ছিলেন। সম্প্রতি তিনি লক্ষ্মীপুর জজকোর্ট থেকে জামিন পান। ওই দিন আবার তাকে ভোলার একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে ভোলার আদালত থেকে তিনি জামিন পান। তার জামিনে আসার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা মোটরসাইকেল ও ফুলের মালা নিয়ে শোডাউন করে। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

    উল্লেখ্য, শাহজালাল মোল্লা শিশু লামিয়া হত্যা মামলাসহ একাধিক হত্যা, চুরি ও ডাকাতি মামলার আসামি।

    এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, আমরা খবর পেয়েছি একটি হত্যা মামলার আসামি জামিনে এসে মোটরসাইকেল শোডাউন দিচ্ছে এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…