ঢাকাFriday , 14 June 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • অবৈধ গরুর হাট : ইউএনওকে দেখে দৌড়ে পালালো ভুয়া ইজারাদার

    Link Copied!

    লক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে গরুর হাট বসালেন সালা উদ্দিন সুমন নামে এক আওয়ামী লীগ নেতা।

    আজ (১৪ জুন) শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স বাজারের ওই গরুরহাট পরিদর্শনে আসলেই দ্রুত পালিয়ে যান সুমন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাজার বন্ধ করে দেন।

    সুমন রামগতি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের সদস্য।

    জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরলরেন্স, মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে বিধি মোতাবেক অস্থায়ীভাবে গরুর হাটের দরপত্র আহবান করেন। সব বাজার ইজারা হলেও গত সোমবার সালা উদ্দিন সুমন চরলরেন্স বাজারে দরপত্র জমা দেন। পরে সময় শেষ হয়ে যাওয়ায় সে আর ইজারা নিতে পারেনি। পরে ইজারা না নিয়ে চরলরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে অবৈধ ভাবে গরুরহাট বসায় সুমন।

    এ বিষয়ে মুঠোফোনে সালা উদ্দিন সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

    কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ইজারা না নিয়ে গরুরহাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় আমাদের আসার খবরে সুমন পালিয়ে যায়। অবৈধভাবে গরুরহাট বসানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানান।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…