ঢাকাThursday , 25 January 2024

প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের উপর নজর রাখতে হবে : ডিসি সুরাইয়া

Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেছেন, ডিজিটাল থেকে আমরা এখন অগ্রসর হচ্ছি স্মার্টের দিকে। এ সুবাধে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করবে। এজন্য আমাদের নজর রাখতে হবে শিক্ষার্থীরা যেন বিপদ গমন না করতে পারে।

প্রযুক্তির প্রতি আমরা এতো বেশি নির্ভরশীল। আমরা শুধু ভালো টা গ্রহণ করি না, মাঝেমাঝে আমরা খারাপ টাও নিয়ে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এ প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেইটার ব্যবহার আমাদের জানতে হবে। কোন পর্যায় গিয়ে আমাদের থামতে হবে। এ বিষয়গুলো জেনে রাখার খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতো বেশি আকৃষ্ট এবং সময় দিই। অন্য বিষয়ে আমাদের খবর নেই।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন, শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগী করতে হবে। তারা যেন বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে। সেই জন্য তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হতে হবে ছাত্র-ছাত্রীদের প্রতি। আজকের এ নবীন বরণ অনুষ্ঠানের শিক্ষার্থীরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শেষ করে এ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারা এখান থেকে মাধ্যমিক শেষ করে বড়-বড় শিক্ষা-প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পাবে। তারাই একসময় দেশের আলোকিত মানুষ হবে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান শিক্ষক খোদেজা খাতুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট প্রিয়াংকা দত্তা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান ও সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মকবুল আহম্মদসহ প্রমুখ।

শীর্ষ সংবাদ

শীর্ষ সংবাদ

সর্বমোট নিউজ: 261

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…