লক্ষীপুরের রায়পুরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় ৯২ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষীপুর-৩ আসনের রাখালিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনাকাঙ্খিত এই ঘটনা ঘটে।
বিকেল ৫ টার দিকে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আয়েশা বেগম আওয়ামী পরিবারের সদস্য ছিলেন। নৌকায় ভোট দিয়েছেন বলে তিনি আমাদের জানিয়েছে। কিন্তু ভোট দিয়ে তিনি বাড়ি ফিরতে পারেননি। কেন্দ্রেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক। নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।
ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।
নিহত আয়েশা বেগম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা।