লক্ষ্মীপুরের রায়পুরে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে উপজলোর কেরোয়া ইউপির রায়পুর-পানপাড়া সড়কের পাশে খলিফা মসজিদ সংলগ্ন দক্ষিন পাশের হোসেন চৌধূরীর সুপারির বাগান থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ ১২ ‘শ টাকাসহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জুয়া আইনে মামলা দায়েরর পর শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের পর তাদের চার আসামিকে আদালতে পাঠায় পুলিশ।
আকটরা হলেন, কেরোয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নবী মুন্সি, কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, বিএনপি কর্মী রিপন ও আওয়ামী লীগ কর্মী আলী ছৈয়াল।
তাদের সকলের বাড়ি একই ইউপির বিভিন্ন গ্রামে।
রায়পুর থানার এসআই আবদুল আলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কেরোয়া ইউনিয়নের খলিফা মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার কোর্ট থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠনো হয়েছে।
প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত আছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।