ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করতে লক্ষ্মীপুর শহর বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসকের বাংলো এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, ওই এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর শহরের উত্তর তেমুহানী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়।
আরও পড়ুন— রিটার্নিং-প্রিজাইডিং-পোলিং অফিসার-এজেন্টের কাজ কী
এ ছাড়া পৌর শহরের কয়েকটি ভোট কেন্দ্রের আশপাশে একই কায়দা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে করে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর শহরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: জহিরুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।’
রামগঞ্জে ককটেল বিস্ফোরণ-
এদিকে জেলার রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কক্টেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। তবে, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ বিস্ফোরণে কেউ হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।