লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু’র নির্বাচনী পোস্টার ও নৌকার প্রতীকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেশকিছু ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর-আগে, ভোররাতে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের হাজ্বী মার্কেটে ঝুলন্ত একটি নৌকার প্রতীক নামিয়ে ও প্রার্থীর কয়েকটি ছবিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের ধারণা আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচন তাই দুর্বৃত্তরা ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করতে ককটেল ফাটিয়ে আতঙ্ক ও হাতে বানানো ঝুলন্ত নৌকায় ও ব্যানারে আগুন দেয়।
এদিকে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান নৌকার বিপক্ষের লোকজনকে দায়ী করে গণমাধ্যমকর্মীদের জানান, যেখানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে ওই এলাকা নৌকার জনপ্রিয়তা রয়েছে। ভোটের সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে তারা আগুন দেয় প্রার্থীর ছবি ও নৌকার প্রতীকে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা বলেন, পোস্টার ও নৌকার প্রতীকে আগুনের ঘটনা সঠিক। আমরা নৌকার সমার্থকদের বলছি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানায় লিখিতভাবে জানাতে। তাহলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ককটেল ফাটানো বিষয়টি আমাদের জানা নেই।