লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর একাংশ) আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হলেও এর মধ্যেও আবার ৬০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে রায়পুর থানা ও জেলা পুলিশ।
রায়পুর উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার সাধারণ ভোটকেন্দ্রগুলোতে দুই জন অস্ত্রধারী পুলিশ, গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে তিন জন অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার ও ভিডিপি সদস্য এবং এক অথবা দুই জন করে প্রতিটি কেন্দ্রে গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
আরও পড়ুন— স্মার্ট ও আধুনিক ঠাকুরগাঁও গড়ার জন্য সকলের সহযোগিতা চাইঃ রমেশ চন্দ্র সেন
অপরদিকে, সাধারণ ভোট কেন্দ্রগুলোতে তিন জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চার জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং প্রতি কেন্দ্রে ১২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।
এলাকার প্রতিটি কেন্দ্রের জন্য একটি মোবাইল টহল টিম মোতায়েন থাকবে। সব ভোট কেন্দ্রের জন্য থাকবে স্ট্রাইকিং ফোর্স। ৬ ও ৭ জানুয়ারি অতিরিক্ত মোবাইল স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। ৬ প্লাটুন বিজিবি-র্যাব-সেবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবে। সাথে ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
আরও পড়ুন— বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত; আহত ২ জন
এ প্রসঙ্গে রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুৃদার বলেন, ‘রায়পুরে ৭৯টি ও সদর অংশে ৬৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চার জন এবং কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিন জন পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য থাকবে। পাশাপাশি মোবাইল টিম, থানা এবং কন্ট্রোল রুমে স্ট্রাইকিং ফোর্স থাকবে।’
তিনি আরও জানান, সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের কে-নাইন ইউনিটকেও স্ট্রাইকিং হিসেবে রাখা হবে। নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এর একটি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত, একটি নির্বাচনের দিন এবং অপরটি নির্বাচন পরবর্তী সময়ের জন্য।
আরও পড়ুন— নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
রায়পুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সাল আলম বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে অধিকাংশ আসনে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে।’
উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ আসনে এবারের মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৪৮২ জন। তার মধ্যে রায়পুর উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ২ লাখ ২৩ হাজার ৪৯১ জন (নারী-১১৮৩৭২ ও পুরুষ–১২৫১১৯ জন)। সদর উপজেলার ৯টি ইউনিয়নে মোট মোটার ২ লাখ ৪৩ হাজার ৯৯১ জন (পুরুষ-১০৬৭৭০ জন ও নারী-১১১১৬৩)।