ঢাকাWednesday , 3 January 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

    Link Copied!

    লক্ষ্মীপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

    এর আগে দুপুরে তাদেরকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

    আরও পড়ুন—    নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    গ্রেপ্তারকৃত বাচ্চু চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও আবুল কালাম আজাদ ওরফে কালা মুন্সি যুগ্ম-আহবায়ক।

    বিএনপি সূত্র জানায়, সরকার একতরফা প্রহসনের ৭ জানুয়ারির নির্বাচন বর্জনে সারাদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘটনার সময় বিএনপির নেতাকর্মীরা চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে লিফলেট বিতরণ করে। এসময় পুলিশ অন্যায়ভাবে বিএনপি নেতা বাচ্চু ও আজাদকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

    আরও পড়ুন—    দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিঃ শেখ হাসিনা

    দুই নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, নির্বাচন বর্জনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। তখন অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। লিফলেট বিতরণের অভিযোগে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, লিফলেট বিতরণ কোন ধরণের অপরাধ তা খুঁজে পাচ্ছি না। লিফলেট বিতরণ থেকে ধরে এনে বাচ্চু ও আজাদকে অন্য একটি মামলায় অজ্ঞাতনামা আসামির দেখানো হয়েছে। তাদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

     

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…