লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোস্তফা রুমি (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রুমি পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কুচলীবাড়ী শমসেরপুর ৯নং ওয়ার্ড এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি পাটগ্রামের মাহি-সামি গ্রুপের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন— বিকেলে ৬ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা
খোঁজ নিয়ে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৭-৫২৫৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা রুমি মারা যান।
পুরাতন বাস স্ট্যান্ডের বাসিন্দা সাব্বির জানান, কলেজ মোড়ে ট্রাকটি দাঁড়িয়েছিল এ সময় ট্রাকের সামনে ফোনে কথা বলছিল মোস্তফা, এরপর হঠাৎ ড্রাইভার ট্রাকটি সামনের দিকে এগিয়ে নিলে ট্রাকের চাপায় পড়ে মোস্তফা।
আরও পড়ুন— আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেনঃ ইসি
সামি মাহি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘সকালে আমার ম্যানেজার কলেজ মোড় এলাকায় আমাদের কয়েকটি ট্রাকের খোঁজখবর নিতে গিয়ে তিনি নিহত হন।’
হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই আরিফ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।