ঢাকাWednesday , 29 November 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকায় জাপা নেতা মিঠু, নেতা-কর্মীদের সংবর্ধনা

    Link Copied!

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্তির খুশিতে বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকায় এসেছেন লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা বোরহান উদ্দিন মিঠু।

    এসময় তাকে লক্ষ্মীপুর ও রায়পুরে ফুলেল সংবর্ধনা দেন কয়েকশত নেতা-কর্মী।

    মিঠু বুধবার দুপুরে ঢাকা থেকে লক্ষ্মীপুর শহরে আসলে জেলা, রায়পুর উপজেলা ও পৌর জাতীয় পার্টিসহ সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী ১৫টি মাইক্রো বাস ও ৫০টি মোটরসাইকেল বহর নিয়ে তাকে বরন করেন। পরে রায়পুর কার্যালয়ে বিশাল সংবর্ধনা জানায়।

    আরও পড়ুন—    রামগড়ে বিনামুল্যে হাইব্রিড বীজ ধান বিতরণ

    পরে তিনি নীজ চরমোহনা গ্রামের বাড়ীতে পৌঁছে হাজারও নেতা-কর্মী ও গ্রামবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    জানা যায়, নোয়াখালী জেলার জাপার সাধারন সম্পাদক বোরহান উদ্দিন মিঠু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাপার হয়ে লাঙ্গল প্রতীকে লড়বেন তিনি। দলের হয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মিঠুসহ তিনজন। শেষপর্যন্ত দলীয়ভাবে মিঠুকে রায়পুরের আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেন রায়পুরের বাসিন্দা নোয়াখালী জেলার সাধারন সম্পাদক বোরহান উদ্দিন মিঠু। এরপর জাপার রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়ন পাওয়ার পরেই নিজ ভোটার এলাকায় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা করেছেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

     

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…