লক্ষ্মীপুরের রায়পুরে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘটনার দেড় মাসেও ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘাতকরা গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার আতঙ্কিত রয়েছেন।
অপরদিকে, দরিদ্র অসহায় রিক্সা চালক স্বপনের (৪৭) স্ত্রী ও তিন সন্তান অভাব অনটনে দিন পার করছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ অক্টোবর সকালে রায়পুর উপজেলার বামনী ইউপির কোলাকোপা গ্রামে হাজি বাড়ীর সড়কের পাশে সুপারি বাগান থেকে অটোচালক শাহ আলম স্বপনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
আরও পড়ুন— নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা করেছি
মোঃ স্বপন হোসেন লক্ষ্মীপুরে সদর উপজেলা আবিরনগর গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
নিহতের স্ত্রী শাহিনুর বেগম জানান, অটোরিকশা নিয়ে ১২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি তিনি। তাকে রাতে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাননি।
পরেরদিন শুক্রবার সকালে রায়পুরের বামনী ইউপির কোলাকোপা গ্রামের সুপারি বাগানে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পরে রায়পুর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহত স্বপনের স্বজনরা।
আরও পড়ুন— জাতীয় সংসদ নির্বাচনঃ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করল আওয়ামী লীগ
স্বজনরা জানান, স্বপন এত দূরে যাওয়ার কথা না। হয়ত যাত্রী সেজে ছিনতাইকারীরা তাকে সেখানে নিয়ে গেছে। পরে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাগানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।
রায়পুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ফয়েজ আহাম্মদ বলেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করেন মামলা করেন নিহতের স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।