লক্ষ্মীপুরে ৪টি আসেন নৌকার মাঝি যারা আসন্ন দ্বাদশ নির্বাচনে লক্ষ্মীপুরে- ১, ২, ৩ ও ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন- আনোয়ার খাঁন, নূরউদ্দিন চৌধুরী নয়ন, গোলাম ফারুক পিংকু ও ফরিদুন্নাহার লাইলি (নতুন মুখ)।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার প্রার্থীদের নামের ঘোষণা কালে লক্ষ্মীপুরের ৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। নেতার নাম ঘোষনা শুনেই সন্ধায় রায়পুর, রামগন্জ ও সদরের পৌর শহরে নেতা-কর্মীরা আনন্দ র্যালী করেছেন।।
আরও পড়ুন— আওয়ামী লীগের ২৯৮ আসনে নতুন মুখ ১০৪
নৌকার মাঝি হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এবং লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) ফরিদুন্নাহার লাইলি, তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত মহিলা ১৮ আসনের সংসদ ছিলেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে নৌকার টিকিট পেতে দলীয় মনোয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বিভিন্ন পর্যায়ের ৩৩ জন আওয়ামী লীগ নেতা।