রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৩ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটনা ঘটে।
আরও পড়ুন— উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দিচ্ছে না ইসরায়েল
দুর্ঘটনায় নিহতরা হলেন— নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলী (৭৫) ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজলার মকিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোকলেসুর রহমান (৪৫)। মোকলেেসুর সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
দুর্ঘটনায় আহত এক যুবকের নাম হৃদয় (১৮)। তিনি পবা উপজেলার কাটাখালির সিটি গেট এলাকার বাসিন্দা। অপর জনের নাম জানা যায়নি।
আরও পড়ুন— নির্বাচনি প্রচারে সরকারি সম্পত্তির ব্যবহার বন্ধের নির্দেশ
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ তিনজন মারা গেছেন। আহত অন্য দু’জনের অবস্থাও সংকটাপন্ন।