সার্কাসের হাতির আক্রমণে রাজশাহীতে দু’জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে নাচোল উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এবং তানোর উপজেলার জুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাতিটি এখনও নিখোঁজ আছে।
নিহতরা হলেন- তানোরের রামপদ মুন্ডা (৩৮) ও নাচোলের মোবাশ্বির (১৩)।
তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, নাচোলে দুপুরের দিকে সার্কাসের একটি হাতি দিয়ে মাহুত চাঁদাবাজি করছিল এ সময় হাতিটি হঠাৎ আক্রমণ করে বসে। এতে নাচোল উপজেলার লক্ষীপুর গ্রামের বুলবুলের ছেলে মোবাশ্বির নামের এক কিশোর মারা যায়।
আরও পড়ুন—
তিনি আরও জানান, এরপর হাতিটি তানোর উপজেলার সীমান্ত জুমারপাড়া এলাকায় আক্রমণ করে। এসময় হাতির আক্রমণে রামপদ (৩৮) নামের এক আদিবাসী ব্যক্তি মারা যান।
তানোর থানার ওসি আরও জানান, এ ঘটনায় নাচোল থানায় ৫জনকে আটক করা হয়েছে।
জানা যায়, হাতির আক্রমণে এলাকায় আতংক দেখা দিলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী কমিশনার আবিদা সিফাত, ওসি আব্দুর রহিমসহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতিটি আটক করার চেষ্টা করেন। কিন্তু রাত সাতটা পর্যন্ত হাতিটি আটক করা যায়নি। হাতিটি কোথায় লুকিয়ে আছে তা কেউ বুঝতে পারছেন না।