চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
আরও পড়ুন— নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ইলিশে রায়পুরের বাজার সয়লাব
এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা করলে ধরিয়ে দিতে হবে। বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রল বোমা মারছে, সহিংসতা-নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি। অনেককে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।’
অগ্নিসন্ত্রাসীদের ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, পেট্রোল বোমা দিয়ে নাশকতাকারীদের যারা ধরিয়ে দেবেন তাদেরকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
আরও পড়ুন— রায়পুরে বাসটার্মিনাল এলাকায় আনসার-পুলিশের ‘বাস পাহারা’
এ সময় অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান বলেন, ‘লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ঢাকাকে নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর। পুলিশ দিনরাত কাজ করছে। প্রত্যেক পেট্রল পাম্পে রাতে একবার হলেও পুলিশ খোঁজ নিচ্ছে। অবরোধ চলাকালে পুলিশের কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ কাজ করছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম ও অব্যাহত আছে।