নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিভিন্ন আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
শনিবার (৪ নভেম্বর)সকালে উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার ভূমি মোঃ শাহানূর রহমান এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক এটি এম কামরুজ্জামান রফিকের পরিচালনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ।
আরও পড়ুন— রায়পুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
প্রত্যাশা সমিতির সভাপতি বাবু পরিমল চন্দ্র সরকার, মদন আশ্রয়নের সভাপতি মোঃ লিটন মিয়া। যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, দৈনিক জাতীয় ভোরের দর্পণ প্রতিনিধি,মোঃ মোশাররফ হোসেন বাবুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, জাহাঙ্গীর পুর মডেল বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন রেন্টু, মডেল মসজিদে ঈমাম ও খতিব মুফতি মাওলানা মাহবুব রহমান, বালালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মীর কাশেম, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি- সাধারণ সম্পাদকসহ গণ মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার-২০২৩ কয়েকটি ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়।