ঢাকাSaturday , 4 November 2023

রায়পুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Link Copied!

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুরে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটি উপলক্ষ্যে সড়কে বর্ণাঢ্য র্যালী থানার কম্পাউন্ডের ভিতরে আলোচনা সভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

আলোচনা সভায় রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুখ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, কমিউনিটি পুলিশিং এর পৌর সভাপতি ও আ’লীগের সভাপতি কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আনু সাঈদ জুটন, ওসি তদন্ত আরেফিন সিদ্দিক, প্যানেল মেয়র শিশির পাঠান, ইউপি চেয়ারম্যান সুলতান মামুন রশিদ ও এডভোকেট ইউসুফ জালাল কিসমত।

আরও পড়ুন—    রাজধানীতে তিন বাসে আগুন

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে সুশিল সমাজসহ ছাত্রছাত্রীদের পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বাড়ানো ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারত্ব বেড়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…