২০২৩-২৪ অর্থ বছরে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে খাগড়াছড়ির রামগড়ের ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় পৌরসভার বল্টুরামটিলার হকটিলায় আশ্রয়ণ প্রকল্পের স্থানে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল্লাহর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
আরও পড়ুন— মৎস্য আহরণে নিষেধাজ্ঞা উঠছে আজ, রায়পুরের জেলে পল্লীতে চলছে প্রস্তুতি
এসময় স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, পিআইও নজরুল ইসলাম,১নং ওয়ার্ড বল্টুরামটিলা কাউন্সিলর আব্দুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ৫০০ জন কৃষকের মাঝে ৮ ধরণের সবজি বীজ প্যাকেজ আকারে প্রদান করা হয়।