গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

৫০ হাজার টন আলু আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদকঃ
নভেম্বর ১, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
  • কৃষককে লাইনে দাঁড় করিয়ে সার বিক্রি করা যাবে না

    কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ

Link Copied!

গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর গত মঙ্গল ও বুধবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) দুই দিনে ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন—    বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত

বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর এবং খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।

প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বিজ ও প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।

এ বিষয়ে বুধবার (১ নভেম্বর) একটি সরকারি আদেশ জারি হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।