ঢাকাTuesday , 31 October 2023

বিএনপিকে শিক্ষা দেয়া হবে, তারা সন্ত্রাসী দলঃ প্রধানমন্ত্রী

Link Copied!

বিএনপি যে একটা সন্ত্রাসী দল তা আবার প্রমাণিত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২৮ তারিখ বিএনপি যা করেছে তাতে ধিক্কার ছাড়া তাদের কপালে আর কিছুই জুটবে না।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে বেলজিয়াম সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেন, ‘মাঝে তারা কিছু রাজনৈতিক কর্মসূচি করেছে। শুধু শর্ত ছিল সহিংসতা, ভাঙচুর করবে না।’ এসময় ২৮ অক্টোবরের ঘটনায় তাদের ধিক্কার জানান শেখ হাসিনা।

আরও পড়ুন—    কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ২ জন নিহত, দাবি বিএনপির

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল, ২৮ তারিখের ঘটনায় আবারও তার প্রমাণ হলো। এদের স্বভাবের কোনো পরিবর্তন হবে না। সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দেয়ার, সেভাবেই দেয়া হবে।’

সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি খুনিদের দল, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। মানবাধিকার সংস্থা বিএনপি মানুষ খুনে নীরব কেন?’ সাংবাদিক নির্যাতনের ঘটনায় দেশি বিদেশি সাংবাদিক সংগঠন গুলো চুপ কেন- প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বিদেশ সফরের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রাসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব এ সফরকালে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।’

আরও পড়ুন—    ইসলাম শান্তির ধর্ম, সহিংসতা পছন্দ করে নাঃ প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘গ্লোবাল গেটওয়ে’র আওতায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, কানেকটিভিটি, শিক্ষা ও গবেষণা, ডিজিটাল অবকাঠামো এবং চিকিৎসা সামগ্রী উৎপাদনে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ সফরের মাধ্যমে বেলজিয়াম এবং লুক্সেমবার্গের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর এবং সহযোগিতার ক্ষেত্রসমূহ আরও বিস্তৃতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশসমূহকে এলডিসি উত্তরণ পরবর্তী ৩ বছরের পরিবর্তে ৬ বছরের জন্য বাণিজ্য সুবিধা এবং জিএসপি সুবিধা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০