রাজধানী ঢাকার মহাখালী আমতলীর ১৪তলা খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ প্লাটুন সদস্য।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘বহুতল ভবনটিতে আগুন লাগার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অগ্নি নির্বাপণের কাজে সহায়তা করতে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং ৫ প্লাটুন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন— নয়াপল্টন ছাড়া কোথাও যাওয়া সম্ভব নয়, পুলিশকে জানাল বিএনপি
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগা ভবন থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
এর আগে আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, ৪টা ৫৮ মিনিটে ভবনটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।