চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একদিন সফর শেষে ফিরে যান কলকাতায়। বিমানবন্দরে মার্টিনেজকে দেখে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু শেষ পর্যন্ত মার্টিনেজের সঙ্গে দেখা হয়নি জামালের। তবে, জামাল ভূঁইয়া এবার দেখা পেতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি, বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহোর।
নিজের সেরা সময়ে দুপায়ের জাদুতে গোটা ফুটবল বিশ্বকে মোহিত করেছিলেন রোনালদিনহো গাউচো। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকা আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন বহু আগে। কিন্তু, ভক্তদের কাছে এখনও তার আবেদন এতটুকুও কমেনি। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। তাদের জন্য সুখবর, বাংলাদেশে আসছেন রোনালদিনহো।
আরও পড়ুন— বিচারকের সামনে কাঁদলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
মার্টিনেজকে কলকাতায় ও বাংলাদেশ সফরে আনা শতদ্রু দত্ত এবার কলকাতা ও বাংলাদেশ সফরে আনছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রোনালদিনহোর সাক্ষাতের ব্যবস্থা করবেন তারা।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসবেন ব্রাজিলের এই কিংবদন্তি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের জনপ্রিয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার উদ্যোগেই অবশ্য ভারতে আসছেন রোনালদিনহো। সেখান থেকে বাংলাদেশে।
বিশ্বকাপজয়ী রোনালদিনহো ১৮ অক্টোবর বাংলাদেশে এসে দেখা করবেন জামালের সঙ্গে। এ ছাড়া, পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। তবে, সেটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর।





