লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে ২য় বারের মত শহর পরিদর্শন করলেন লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এসময় যানজটের দুর্ভোগ নিয়ন্ত্রণে সকল অফিসারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে নবাগত এই পুলিশ সুপার।
এসময় সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনেথোয়াই মারমা,ডিআই-১ আজিজুর রহমান, ট্রাফিক টিআই এডমিন প্রবীরসহ অন্যান্য কর্মকর্তাগন।
নবাগত পুলিশ সুপারের এসব কর্মকান্ড উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এই প্রথম পুলিশ সুপার প্রচন্ড গরমের মুহূর্তে অধিকাংশ ডিপার্টমেন্টর কর্মকর্তাদের নিয়ে এভাবে বাজার পরিদর্শন করেন। তিনি ফুটপাতের বিভিন্ন সামগ্রী বিক্রেতা ও ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। পুলিশ প্রশাসনের এধরণের তদারকিতে জনগণকে আরো কাছাকাছি মিশতে পারে বলে মনে করেন।
পুলিশ সুপারের এই পরিদর্শনে লক্ষ্মীপুর শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, যোগদানের মাত্র কয়েক দিনের মাথায় এসপি সাহেব এভাবে আমাদের কাছাকাছি চলে আসবে ভাবতে পারিনি। আমরা আশবাদী বর্তমান এসপি লক্ষ্মীপুরের জন্য ভালো কাজ করবে।