ঢাকাWednesday , 4 October 2023

‘পোলিং এজেন্টের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব’

Link Copied!

নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত (পরাজিত) করা সম্ভব জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি। পোলিং এজেন্টের ভূমিকা যদি যথাযথ হয়, তাহলে কারচুপি পরাভূত করা সম্ভব বলে মনে হয়।’

বুধবার (৪ অক্টোবর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এ কর্মশালায় আমন্ত্রিত অতিথি সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ জানান, প্রধান দুই রাজনৈতিক দল বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটে দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতে ইসির করার কিছু না থাকলেও, সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন—    ১৬ দিনের সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন—    তলে তলে আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছেঃ ওবায়দুল কাদের

বর্তমান কমিশন একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা নেবে আশা করে তিনি জানান, দলগুলো নিবন্ধিত হয় ভোটে অংশ নেওয়ার জন্য। কোনও কারণে কোনও দল অংশ না নিলে করার কিছু থাকে না। কিন্তু কমিশন ভোটারসহ সবাইকে আশ্বস্ত করবে, ভোটের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, রাজনৈতিক বিবদমান পরিস্থিতিতে অংশগ্রহণমূলক ভোট নিয়ে আশঙ্কা রয়েছে। সব দলকে ভোটে আনা এটা ইসির দায়িত্ব নয়, রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।

তিনি আরও জানান, প্রার্থীকে অবশ্যই সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে হবে। যদি না দেয়, জবাবদিহির মধ্যে আনা যায় না। এজেন্ট বের করে দিচ্ছে, শুধু হাওয়ার মধ্যে অভিযোগ দিলে হবে না। প্রার্থীর একটা দায় রয়েছে। নির্বাচন কমিশনকেও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

এ নির্বাচন সামনে রেখে ধারাবাহিক কর্মশালার দ্বিতীয় ধাপে বুধবার সাবেক সহকর্মী ও বিশেষজ্ঞদের নিয়ে বসেছে ইসি। এর আগে সেপ্টেম্বরেও এক দফা কর্মশালার আয়োজন করে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…