biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 30 August 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
biggapon বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তরুণের কারাদণ্ড

    Link Copied!

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. সুজন (১৯) নামে এক তরুণের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের মো. সিরাজের ছেলে।

    খোঁজ নিয়ে জানা যায়, চরআফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই সুজন উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় সম্প্রতি বিদ্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর কাছে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়।

    মঙ্গলবার দুপুরে সুজন ফের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। স্কুল শিক্ষকরা বিষয়টি ইউএনওকে ফের জানানা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে সুজনকে আটক করে৷ পরে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজনের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    ইউএনও এস এম শান্তুনু চৌধুরী বলেন, ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা শিক্ষকরা আমাকে জানায়। কিছুদিন আগে তারা লিখিত অভিযোগও করেছে। অপরাধীকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলাম। ফের উত্ত্যক্ত করলে শিক্ষকদের সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। তাকে জেলা কারাগার পাঠিয়ে দেওয়া হয়েছে।

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…