অবশেষে সকল জল্পনা-কল্পনার প্রায় ১৫ মাস পর জমি অধিগ্রহণ করে লক্ষ্মীপুরের রায়পুরে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২৬ সেপ্টেম্বর) এলজিইডির জেলা-উপজেলার প্রকৌশলীগন স্থানী সাংসদ এবং সকল চেয়ারম্যান ও কর্মকর্তাদের উপস্থিতিতে সয়েলটেষ্ট করা হয়।
পৌরসভার শেষ সীমানায় রায়পুর ইউপির দেবীপুর গ্রামে জমি অধিগ্রহণ ও মসজিদের কাজ করতে ১৬ কোটি টাকা ব্যায়ে সরকার বরাদ্দ দেন।
আরও পড়ুন- দুই মামলায় দুলু দম্পতির জামিন বাতিল, পরোয়ানা জারি
সয়েলটেষ্টের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ইউএনও অনজন দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, সহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল, ওসি শিপন বড়য়া, সাংবাদিক, জনপ্রতিনিধিরা।
সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘রায়পুর শহরের কোথাও কোন ব্যাক্তি জায়গা না দেয়ায় সড়কে পাশে দেবীপুর গ্রামেই মসজিদটি নির্মাণ করে সরকারের বৃহৎ উদ্দেশ্য রক্ষা করতে পেরেছি। চার উপজেলায় মডেল মসজিদ হয়েছে। শুধু রায়পুরই শুরু করতে পারছিলাম না। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা মাসিক উন্নয়ন সভায় বিষয়টি উপস্থাপন করা হয়।’