বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের সংগ্রহঃ ৩৩.৪ ওভারে ১৩৬/৫ (টম ব্লান্ডেল ৮*, কোল ম্যাককনচি ৮* ; ফিন অ্যালেন ৯, চ্যাড বাওয়েস ১, হেনরি নিকোলস ৪৪, উইল ইয়াং ৫৮, রাচিন রবীন্দ্র ০)
সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর ঠিক মিনিট পাঁচেক আগে হানা দেয় বৃষ্টি। তার পর সফরকারীরা ব্যাট করতে নামলে ৩৩.৪ ওভার পর্যন্ত খেলা হয়েছে। দ্বিতীয় দফায় তুমুল বৃষ্টি নামলে তার পর আর খেলাই শুরু করা যায়নি। ফলে খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি রাত ৮ টা ২৬ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
না করেও উপায় ছিল না। কারণ, নিয়মানুযায়ী রাত ৯ টা ৬ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে এমনিতেই খেলা পরিত্যক্ত হয়ে যেত। কারণ, এরপর বৃষ্টি থেমে ম্যাচ শুরু করা সম্ভব হলেও ওই সময়ের মধ্যে অন্তত ২০ ওভার খেলা চালানো সম্ভব হতো না। এ কারণে খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।
আরও পড়ুন- বৃষ্টির পর টানা দুই ওভারে মোস্তাফিজের দুই উইকেট
এর আগে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে খেলা পরিত্যক্ত হওয়ার আগে পর্যন্ত ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই কিউই ওপেনারদের বেশ চাপে রাখে। সুইং, সিম মুভমেন্ট ছাড়াও নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ শুরু করেন মুস্তাফিজ। আরেক প্রান্তে তানজিম হাসান সাকিবও চেপে ধরেন। ফলে ৪.৩ ওভারে সফরকারীরা স্কোরবোর্ডে তুলতে পারে মোটে ৯ রান। তবে এরপরই বৃষ্টির হানা। প্রথম দফার এই বৃষ্টিতে প্রায় ২ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তাতে কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। ৮ ওভার করে কাটা গেছে। প্রত্যেক দল বরাদ্দ পেয়েছে ৪২ ওভার করে।
আরও পড়ুন- বকশীগঞ্জে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার।
বৃষ্টির পর মুস্তাফিজকে চার মেরে শুরু করেছিলেন ফিন অ্যালেন। তবে পরের ওভারে ফিরে প্রতিশোধ নেন এই বাঁহাতি পেসার। লেগ স্টাম্পের ওপর মুস্তাফিজের করা রাইজিং ডেলিভারীতে টেনে খেলতে গিয়ে এজ হয় অ্যালেনের। উইকেটের পেছনে দুর্দান্ত ড্রাইভে সেটা তালুবন্দি করেন নুরুল হাসান সোহান। ৯ রান করা অ্যালেনকে ফিরিয়ে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ।
৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ৮ ওভারে তিন মেডেনে ২১ রানে ২টি নিয়েছেন নাসুম আহমেদ।
বার বার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত খেলাটি শেষবার বন্ধ হয়েছিল ৬টা ৪২ মিনিটে। কিন্তু এরপর অবিরাম বৃষ্টিতে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬। তখনই কিউই ইনিংসের ৮.২ ওভার বাকি ছিল।
অবশ্য সেটা নির্ধারিত ৫০ ওভারের নয়। বৃষ্টিতে এর আগে একবার বন্ধ থাকায় খেলা নির্ধারিত ৫০ ওভার থেকে ছোট করে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। এদিকে পরিত্যক্ত ঘোষণার সময়ও শেরে বাংলায় বৃষ্টি হচ্ছিলো। পিচ ও ত্রিশ গজের আশপাশের এলাকা ত্রিপল দিয়ে ঢাকা।