বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনেসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। আবুধাবি টি-টেন লিগে ছয় মৌসুমের মধ্যে তিনি খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক মৌসুমে। ২০২১ টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কও ছিলেন নাসির হোসেন। কিন্তু এই এক মৌসুমেই বিতর্কে জড়িয়ে গেল তাঁর নাম।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানান।
ওয়েবসাইটের তথ্যে জানানো হয়, আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে আজ আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট, তাঁদের মধ্যে বাংলাদেশের অলরাউন্ডার নাসিরের নামও আছে। বাংলাদেশের ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।
এমেরেটস ক্রিকেট বোর্ড অভিযোগ এনে বলেন, নাসির হোসেন ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন।
আরও পড়ুন- বিএনপির পর এবার নতুন কর্মসূচি দিলো আওয়ামী লীগ
৩১ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ৭৫০ ডলারের উপহার পাওয়ার কথা গোপন করেছেন, দুর্নীতিতে জড়ানোর অন্য আমন্ত্রণের কথাও তদন্ত কর্মকর্তাকে জানাননি এবং তদন্তেও সহযোগিতা করেননি।
নাসিরের বাইরে অন্য সাতজন হলেন – একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার কৃষাণ কুমার চৌধুরী, এক ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার পরাগ সাংভি, একটি দলের ব্যাটিং কোচ আসহার জাইদি, স্থানীয় ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, একটি দলের সহকারী কোচ সানি ঢিলন ও একটি ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজার শাদাব আহমেদ।
এঁদের মধ্যে কৃষাণ, পরাগ, আসহার, রিজওয়ান, সালিয়া ও সানিকে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সবাইকে ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের মধ্যে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
২০১৮ সালের জানুয়ারির পর বাংলাদেশের জার্সিতে কোনো সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি নাসিরের। ফ্র্যাঞ্চাইজি লিগ আর ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাচ্ছেন।